বাংলাদেশের খবর

আপডেট : ০৭ July ২০১৮

খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে যাবে না বিএনপি: মোশাররফ

বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন ছবি সংরক্ষিত


খালেদা জিয়াকে কারাগারে রেখে একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘জাতীয় সংকট উত্তরণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অপরিহার্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা জানান।  আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আবদুল কাদের।

 মোশাররফ হোসেন বলেন, সরকার আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ও নানারকমভাবে বিভ্রান্তি সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, বেগম খালেদা জিয়া, এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং আগামী জাতীয় নির্বাচন এক সূতাতে গাঁধা। তার মুক্তি ছাড়া গণতন্ত্রের মুক্তি হবে না, গণতন্ত্রের মুক্তি ছাড়া আগামী একাদশ সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত হবে না। বিএনপি, ২০ দল ও জনগণ সেই নির্বাচনেও যাবে না।”

তিনি বলেন, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে কোনো নির্বাচনে তার দল যাবে না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, সংসদ ভেঙে নির্বাচন এবং নির্বাচনের সময়ে কিছুদিনের জন্য সেনাবাহিনী মোতায়েন- এই পরিবেশ সৃষ্টি করে মুক্ত বেগম খালেদা জিয়াকে নিয়েই আমরা নির্বাচনে যাব।”

বর্তমান সরকারকে হটাতে ‘গণ আন্দোলন’ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মোশাররফ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন খেলাফত মজলিশের আমির মাওলানা মুহাম্মদ ইসহাকের সভাপতিত্বে আলোচনা সভায় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুর রকীব, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদোয়ান আহমেদ, জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতিমণ্ডলীর সদস্য আহসান হাবিব লিংকন প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১