বাংলাদেশের খবর

আপডেট : ০৭ July ২০১৮

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

বগুড়া-রংপুর মহাসড়কে জেলার শিবগঞ্জে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছে ছবি গুগল ম্যাপ


বগুড়া-রংপুর মহাসড়কে জেলার শিবগঞ্জে বাসের ধাক্কায় দুলাল মিয়া (৩৮) নামের এক পিকআপ চালক নিহত হয়েছে। বাসের ধাক্কায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

আজ শনিবার সকাল পৌনে ৭টার দিকে চণ্ডিহারা এলাকায় এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের সার্জেন্ট পারভেজ জানান, আজ সকাল পৌনে ৭টার দিকে চণ্ডিহারা এলাকায় রংপুরগামী একটি পিকআপকে একই দিকে যাওয়া একটি বাস পিছন দিক থেকে ধাক্কা দিলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালক মারা যায়। তবে পুলিশ বাসটি আটক করতে পারেনি।

হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ পিকআপ ভ্যানটি আটক করে তাদের হেফাজতে নিয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১