বাংলাদেশের খবর

আপডেট : ০৭ July ২০১৮

আওয়ামী লীগের যৌথসভা কাল

আওয়ামী লীগের যৌথসভা আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে ছবি সংগৃহীত


আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সঙ্গে সহযোগী সংগঠন, ঢাকার আশেপাশের জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং দলীয় জাতীয় সংসদ সদস্যদের নিয়ে আগামীকাল শনিবার এক যৌথসভা অনুষ্ঠিত হবে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের নবনির্মিত দলীয় কার্যালয়ে বেলা ১১টায় এ সভা হবে। 

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।

এতে জানানো হয়, দলের সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকার আশেপাশের জেলার (ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, মানিকগঞ্জ, গাজীপুর জেলা, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ মহানগর ও মুন্সিগঞ্জ) সভাপতি, সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট জেলা ও মহানগরের অধীন দলীয় জাতীয় সংসদ সদস্যদের নিয়ে আওয়ামী লীগের এক যৌথসভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১