আপডেট : ০৭ July ২০১৮
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ হ্যাকিংয়ের মাধ্যমেই চুরি হয়েছে। পাঁচ জুলাই ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলকে এ তথ্য জানায় সংস্থাটি। সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম জানান, সম্প্রতি ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলে সাক্ষ্য দেন সিআইডির দুই কর্মকর্তা ও বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের যুগ্ম পরিচালক মোহাম্মদ আবদুর রব। হ্যাকিংয়ে ফিলিপাইন, শ্রীলঙ্কা, জাপান, চীনসহ আরো কয়েকটি দেশ জড়িত বলেও জানান তারা। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে মার্কিন ফেডারেল ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এর মধ্যে শ্রীলঙ্কা থেকে ১ কোটি ৪৫ লাখ ডলার ও ফিলিপাইন থেকে ১ কোটি ৪৫ লাখ ডলার ফেরত আনা সম্ভব হয়েছে। বাকি ৬ কোটি ৬৪ লাখ ডলার ফেরত পাওয়া এখনো অনিশ্চিত।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১