আপডেট : ০৭ July ২০১৮
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ তিন পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে সাগরে ভাসমান অবস্থায় এই লাশগুলো উদ্ধার করা হয়। সীতাকুণ্ড থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরীর জামালখান এলাকা থেকে ২৩ সদস্যের একটি পর্যটক দল বেলা আড়াইটার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে বেড়াতে যায়। সেখানে বেলা ৩টার দিকে সাইফুল ইসলাম (২৫), আলাউদ্দিন (২৬) ও ইয়াছিন (১৮) নামে তিনজন সমুদ্রে গোসল করতে নেমে তলিয়ে যান। এ সময় স্থানীয়রা সাগরে ইঞ্জিনচালিত বোট নিয়ে তাদের উদ্ধারে তল্লাশি চালান। পর্যটক নিখোঁজের খবর পেয়ে চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এর আগে গত ২১ জুন নারায়ণগঞ্জ এলাকা থেকে আসা দুই শিক্ষার্থী একই সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হন। নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর ২২ জুন বিকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১