আপডেট : ০৬ July ২০১৮
প্রযুক্তির ভালো দিকের পাশাপাশি অনেক নেতিবাচক দিকও রয়েছে, যা অস্বীকার করার কোনো উপায় নেই। এর মধ্যে অন্যতম হলো ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন। বিভিন্ন প্রযুক্তিপণ্য সাধারণ ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন ঘটাচ্ছে, এটি অনেক ব্যবহারকারীরই অভিযোগ। স্মার্টফোনও এর ব্যতিক্রম নয়। স্মার্টফোনের বিভিন্ন অ্যাপ ব্যবহারকারীদের নিত্যদিনের কথোপকথনে আড়ি পাতে, এমন অভিযোগ বিভিন্ন সময় করে আসছেন অনেক ব্যবহারকারী। সম্পর্কিত বিজ্ঞাপন প্রদর্শনের জন্য এমনটি করা হয় বলেও ধারণা করা হচ্ছিল। তবে যুক্তরাষ্ট্রের নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি জানিয়েছেন, এমন ধারণা ভুল। মজার বিষয় হলো ব্যবহারকারীদের মাঝে বিদ্যমান এ ধারণা নিয়ে গবেষণা করতে গিয়ে নজরদারির নতুন উপায় খুঁজে পেয়েছে গবেষক দলটি। তারা জানিয়েছেন, বিভিন্ন অ্যাপ নিয়মিতভাবে ফোনের স্ক্রিনশট নিয়ে থাকে এবং স্ক্রিন রেকর্ডিং করে সেগুলো তৃতীয় পক্ষের কাছে পাঠায়। প্রায় এক বছর ধরে তারা ১৭ হাজার ২৬০টি অ্যাপে নজর রেখেছিলেন। এর মধ্যে অনেক অ্যাপ আছে, যেগুলো তথ্য পাঠায় ফেসবুকের কাছেও। তবে ফোনের মাইক্রোফোন ব্যবহার করে ধারণ করা কোনো অডিও ফাইল অ্যাপগুলো পাঠিয়েছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর পরিবর্তে তারা দেখেছেন স্ক্রিনশট পাঠানোর ব্যাপারটি। উদাহরণ হিসেবে বলা হয়েছে গো-পাফ নামের একটি জনপ্রিয় অ্যাপের কথা। অ্যাপটি নিয়মিত বিরতিতে স্ক্রিন রেকর্ড করে সেটি পাঠায় অ্যাপ সি নামের একটি অ্যানালিটিকস কোম্পানির কাছে। তবে অ্যাপটির ব্যক্তিগত গোপনীয়তা নীতিতে এমন কিছুর উল্লেখ ছিল না। পরে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি গোপনীয়তা নীতিতে যুক্ত করে গো-পাফ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১