আপডেট : ০৫ July ২০১৮
সফলতা পেতে কে না চায়? সবাই চায় নিজেকে অন্যের থেকে একটু আলাদা করে তুলে ধরতে। নিজেকে নিয়ে যেতে সফলতার এক অন্য মাত্রায় নিয়ে যেতে। কিন্তু সফলতা সবাইকে ধরা দেয়না। শুধু প্রথাগত কাজের মাধ্যমে সবাই সফল হতে পারে না। সকল সফল ব্যক্তিরাই তাদের প্রচলিত ধারার বাইরে যেয়ে কাজ করতেন বলেই তারা আজ নমস্য। কি সেই সূত্র, যা তাদেরকে অন্যদের থেকে আলাদা করেছে? চলুন জেনে নেই অ্যাপল এর প্রতিষ্ঠাতা স্টিভ জবসের ভাষায় সফলতার কিছু সুত্র- * কাজের প্রতি ভালোবাসা * নিজের জন্য কাজ করুন * বাজে পণ্য বা সেবা বিক্রি করবেন না * একটা শক্তিশালী টীম তৈরি করুন * শুধু টাকার পিছনে ছুটবেন না * নিজের পণ্য বা সেবা নিয়ে গর্ব করুন * ক্রেতার চাহিদার প্রতি নজর রাখুন * পণ্যের ভ্যালু তৈরি করুন * ক্ষুধার্ত থাকুন, বোকা থাকুন
* প্রথাগত জীবন থেকে বেরিয়ে আসুন
সফলতার প্রথম সুত্রই হলো, সমাজের প্রচলিত জীবনধারা থেকে বেরিয়ে আসা। প্রচলিত ধারা তৈরি হয়েছে আপনার-আমার মত কিছু মানুষের হাত ধরেই। তাই সাফল্য পেতে হলে আপনাকে অন্যের প্রবর্তিত ধারা থেকে বেরিয়ে এসে নতুন কিছু করতে হবে।
এমন কিছু করুন যা করতে আপনি ভালোবাসেন। সাফল্য কখনও একদিনে আসে না। অনেকদিন ধরে আপনাকে এর পিছনে লেগে থাকতে হবে। এবং আপনি যদি আপনার কাজকে ভালো না বাসেন তো আপনি লেগে থাকতে পারবেন না।
অন্যরা আপনার কাজকে কিভাবে দেখবে সেটা নিয়ে না ভেবে বরং নিজের জন্যই কাজ করুন। অন্যদের আপনাকে যাচাইয়ের সুযোগ না দিয়ে নিজেই নিজেকে যাচাই করুন।
আপনি যখনই কোন বাজে পণ্য অথবা সেবা বিক্রি করবেন, আপনার ব্র্যান্ড ইমেজ ধ্বংস হয়ে যাবে। তাই কখনও ক্রেতাদেরকে ঠকাবেন না। বরং সবসময় চেষ্টা করুন তাদেরকে সবচেয়ে ভালোটা দিতে।
মনে রাখবেন, কোন ভালো কাজই একা করা সম্ভব না। এর জন্য আপনার অবশ্যই লোকবল প্রয়োজন হবে। এবং আপনার সাফল্য অথবা ব্যর্থতা নির্ভর করবে এই লোকদের উপরেই। তাই একটা শক্তিশালী টীম তৈরি করতে চেষ্টা করুন।
শুধুমাত্র আয় করার পিছনে না ছুটে বরং ভালো কিছু করার পিছনে সময় দিন। আয় এমনিতেই হবে।
এমন কিছু জিনিস তৈরি করুন যা নিয়ে আপনি সত্যিকার অর্থেই সবার সামনে গর্ব করতে পারেন।
আপনি কি চাচ্ছেন তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ক্রেতা কি চাচ্ছে। সেদিকে সবসময় নজর রাখুন।
মানুষ সেই জিনিসই কিনবে যার সুনাম আছে। তাই চেষ্টা করুন নিজের পণ্যের একটা আলাদা ভ্যালু তৈরি করতে।
আপনাকে হতে হবে সবসময় ক্ষুধার্ত। আত্মতুষ্টির কোন জায়গা এখানে নেই। আর সবসময় নতুন কিছু শেখার জন্য প্রস্তুত থাকুন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১