আপডেট : ০৫ July ২০১৮
প্রাতভ্রমণের সময় পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে আহত হয়েছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় রাজধানীর মিন্টু রোডে এ ঘটনা ঘটে। জানা গেছে, মন্ত্রীর সরকারি বাংলোতে শ্যাওলাযুক্ত রাস্তায় হঠাৎ তিনি পড়ে যান। এতে তার হীপ জয়েনে প্রচণ্ড আঘাত লাগে। পরে তাকে সকাল ৮টায় নগরীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্সরে করালে তার বা পায়ের হীপ জয়েনের হার ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানান। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম জানান, স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রীকে আগামী ২/৩ দিনের মধ্যে অপারেশন করা হবে। তিনি বর্তমানে সুস্থ আছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১