আপডেট : ০৫ July ২০১৮
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে নয়াপল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আজ সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট চাচার জানাজা নামাজে অংশ নিতে গিয়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সকাল ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি জানান, মির্জা ফখরুল ইসলাম ইউনাইটেড হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক মনিরুজ্জামানের তত্ত্বাবধানে রয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১