বাংলাদেশের খবর

আপডেট : ০৫ July ২০১৮

গণপরিবহনে যৌন হয়রানি বন্ধের দাবি

যৌন হয়রানি প্রতীকী ছবি


গণপরিবহনে যৌন হয়রানি বন্ধের দাবিতে রাজধানীর মোহাম্মদপুরে মানববন্ধন করেছে উইমেন্স উইন্ডোজ নেটওয়ার্ক নামে একটি সংগঠন। শিয়া মসজিদ বাসস্ট্যান্ডে গতকাল বুধবার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন করা হয়। এ সময় ‘যৌন হয়রানি বন্ধ করুন’, ‘রাস্তায় নিরাপত্তা আমার অধিকার’, ‘আমার শরীর আপনার বিনোদনের জন্য নয়’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে প্রতিবাদ করেন তারা।

মানববন্ধনে বলা হয়, বাংলাদেশের নারীরা কর্মক্ষম হওয়ার কারণে একদিকে যেমন অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছেন, অপরদিকে প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ হচ্ছে তাদের চলার পথ। বাধাগ্রস্ত হচ্ছে তাদের স্বাভাবিক উন্নয়ন। বেশিরভাগ নারীই কর্মস্থলে যান গণপরিবহনে করে। এক জরিপে দেখা গেছে, প্রতি ১০০ জন নারীর মধ্যে ৯০ জনই কোনো না কোনো সময় এসব পরিবহনে যৌন নিগ্রহের শিকার হয়েছেন। মূলত বাসযাত্রী পুরুষরাই এই হয়রানিমূলক কাজের সঙ্গে জড়িত। তবে কখনো কখনো চালক ও হেলপার দ্বারাও হয়রানির শিকার হন নারীরা।

গণপরিবহনে যৌন হয়রানি বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, সাধারণ জনগণ এবং প্রশাসনের ইতিবাচক দৃষ্টি আকর্ষণ করাই তাদের উদ্দেশ্য। মানববন্ধন শেষে তারা বিভিন্ন গণপরিবহনে সচেতনতামূলক স্টিকার ও পোস্টার লাগিয়ে দেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১