আপডেট : ০৫ July ২০১৮
রাশির পূর্বাভাস ( বৃহস্পতিবার) মেষ : (২১ মার্চ-২০ এপ্রিল) দিনটি শুভ। বন্ধু বা সহকর্মীদের সাহায্য পাবেন। ব্যয় বাড়তে পারে। বৃষ : (২১ এপ্রিল-২১ মে) দিনটি ব্যস্ততায় কাটবে। ব্যবসা-বাণিজ্যে ভালো আয়-রোজগার হতে পারে। মিথুন : (২২ মে-২১ জুন) দিনটি ভাগ্য বদলের। কোনো শিক্ষকের সহায়তায় ভাগ্যে উন্নতি হতে পারে। কর্কট : (২২ জুন-২২ জুলাই) দিনটি ঝামেলাপূর্ণ। পুলিশি হয়রানি বা গ্রেফতার হতে পারেন। হঠাৎ কিছু টাকা ধার করতে হবে। সিংহ : (২৩ জুলাই-২৩ আগস্ট) ভালোই যাবে দিনটি। ব্যবসা-বাণিজ্যে ব্যস্ততা বাড়বে। বাড়িতে অতিথি আসতে পারে। কন্যা : (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে ঝামেলা দেখা দিতে পারে। ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। তুলা : (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) সৃজনশীল পেশাজীবীদের কাজের চাপ বাড়তে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ। বৃশ্চিক : (২৪ অক্টোবর-২২ নভেম্বর) দিনটি সম্ভাবনাময়। কোনো আত্মীয়ের সহায়তায় চাকরি লাভের যোগ বলবান। ধনু : (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) দিনটি সম্ভাবনাময়। প্রকাশক ও সাংবাদিকদের দিনটি ব্যস্ততায় কাটবে। মকর : (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) মকর রাশির জাতক-জাতিকাদের বকেয়া টাকা আদায় হতে পারে। আত্মীয়স্বজনের আগমন হবে। কুম্ভ : (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) দিনটি শুভ সম্ভাবনাময়। প্রভাব-প্রতিপত্তি বাড়বে। বকেয়া টাকা আদায়ের যোগ রয়েছে। মীন : (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) দিনটি ব্যয়বহুল থাকবে। প্রভাব বাড়তে পারে। কর্মস্থলে পরিবেশ পরিস্থিতি প্রতিকূলে থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১