বাংলাদেশের খবর

আপডেট : ০৪ July ২০১৮

বড় লজ্জায় ডুবল বাংলাদেশের ক্রিকেট

কেমার রোচের বোলিংয়ে ধ্বস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনে ছবি: ইন্টারনেট


ফুটবল বিশ্বকাপ নিয়ে মেতে আছে বিশ্ব। এরই মধ্যে লজ্জার নতুন রেকর্ড গড়ল বাংলাদেশের ক্রিকেটাররা। উইন্ডিজ সফরের শুরুতেই বড় ধাক্কা খেল সাকিব-তামিম-মুশফিকরা। মাত্র ৪৩ রানে ইনিংস গুটিয়ে গেল। টেস্টে এটিই বাংলাদেশের সর্বনিম্ন স্কোর।

টেস্টে এর আগে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ছিল ৬২ রানের। ২০০৭ সালে শ্রীলঙ্কা সফরে গিয়ে সেই রেকর্ডটি করেছিল বাংলাদেশ।

বাংলাদেশ ও উইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে । সেখানে প্রথম ম্যাচের শুরুতেই ঘটল অঘটন। ৪৩ রানে অলআউট হওয়াটাই এখন টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর হিসেবে লেখা হবে।

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ৯ ওভারের মধ্যেই পাচটি উইকেট হারিয়ে ভয়াবহ বিপদের মুখে পড়েন সাকিবরা। প্রথম চার ওভার ভালোভাবে কাটিয়ে দিতে পারলেও পঞ্চম ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। তামিম ইকবাল ফেরেন কেমার রোচের শিকার হয়ে। নিজের পরের ওভারে মুমিনুল হকের উইকেটও তুলে নেন ডানহাতি এই পেসার। এরপর বাংলাদেশ খায় আরো বড় ধাক্কা। কেমার রোচের পঞ্চম ও ইনিংসের নবম ওভারে একে একে সাজঘরের পথে হাঁটেন বাংলাদেশের প্রধান তিন ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। তিনজনই আউট হয়েছেন রানের খাতা না খুলেই।

তামিমের উদ্বোধনী সঙ্গী হিসেবে ব্যাট করতে নেমে উইকেটের অপর প্রান্তে দাঁড়িয়ে হতাশা নিয়ে সতীর্থদের এই আসা যাওয়া দেখতে হচ্ছে লিটন দাসকে। তিনি একাই প্রায় দাঁড়িয়েছিলেন ধ্বংসস্তুপের মধ্যে। শেষপর্যন্ত তাঁর ব্যাট থেকে এসেছে ২৫ রান। বলাই বাহুল্য, অন্য কোনো ব্যাটসম্যানই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা। দ্বিতীয় সর্বোচ্চ, ৬ রান করে অপরাজিত ছিলেন রুবেল হোসেন। শূণ্য রানে আউট হয়েছেন চারজন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১