বাংলাদেশের খবর

আপডেট : ০৪ July ২০১৮

‘অভিনয়’ বিতর্ক নিয়ে মুখ খুললেন নেইমার

অভিনয় করে এভাবেই মাঠে গড়াগড়ি খান নেইমার ছবি : ইন্টারনেট


বিশ্বকাপের শুরু থেকেই আলোচনায় ছিলেন তিন সুপারস্টার- লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো আর নেইমার। প্রথম দুজন ইতোমধ্যেই বিদায় নিয়েছেন। আর নেইমারে ভর করে ব্রাজিল উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। প্রথম দুটি ম্যাচে ততটা চোখে না পড়লেও মেক্সিকোর বিরুদ্ধে দুর্দান্ত খেলেছেন নেইমার। গোল করেছেন ও করিয়েছেন। কিন্তু পারফরমেন্সের পাশাপাশি আলোচনা চলছে মাঠে বারবার আহত হবার 'অভিনয়' নিয়েও।

তবে সমালোচকদের অভিযোগ কানে তুলতে রাজী নন ২৬ বছর বয়সী এই সুপারস্টার। ঘটনাটি ছিলো মেক্সিকোর মিগুয়েল লায়ুনকে নিয়ে। নেইমারের পায়ের গোড়ালিতে পা রাখতে দেখা গেছে তাকে আর তখনি ভয়ানক কাতরাতে আর গড়াগড়ি করতে দেখা যায় নেইমারকে।

নেইমারের পড়ে যাওয়া কিংবা এসব 'নাটকে'র ঘটনা নিয়ে প্রতিক্রিয়া-পাল্টা প্রতিক্রিয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাঠে ভুতের ভয়ে পড়ে যাচ্ছেন এমন কাল্পনিক ছবি তৈরি করে ট্রল করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর প্রকাশ্য সমালোচনা তো আছেই।

সাবেক ইংলিশ তারকা অ্যালান শিয়ারার বলছেন, ‘এটা অত্যন্ত দু:খজনক। তার সামর্থ্য নিয়ে কোন প্রশ্ন নেই। আমরা ব্যাকহিল দেখলাম, ফিনিশিং দেখলাম কিন্তু আঘাত পাওয়ার ভয় করে মাঠে গড়াগড়ি খাওয়া দু:খজনক’।

সাবেক জার্মান তারকা ইয়ুর্গেন ক্লিন্সম্যান বলেন, ‘পুরো খেলায় নেইমারকে কয়টা ফাউল করা হয়েছে। লায়ুনের চ্যালেঞ্জে তিনি অতি অভিনয় করেছেন? অবশ্যই। কিন্তু লায়ুনও পা রেখেছিলো’। যদিও মেক্সিকানরা বলছে, নেইমার 'অতি অভিনয়' করেছেন। মেক্সিকো কোচ জুয়ান কার্লোস ওসোরিও বলেন, ‘পিএসজি খেলোয়াড়ের অভিনয় ফুটবলের জন্য ভালো উদাহরণ নয়’।

কিন্তু মেক্সিকোর সাথে ম্যাচের পর সব দিক থেকে আসা তীরের জবাব দিয়েছেন নেইমার। তিনি বলেন, ‘আমার ওপর বাজেভাবে পা রাখা হয়েছিলো। আমি মনে করি এটা ছিলো খেলার বাইরে। এটা হওয়া উচিত নয়’। নেইমার আরো বলেন, ‘কিন্তু এখন বিষয়টা হলো যে তারা ম্যাচের আগে অনেক বড় বড় কথা বলেছিলো। অথচ এখন তারাই (মেক্সিকো)বাড়ি ফিরে যাচ্ছে’।

মেক্সিকোর বিরুদ্ধে নিজে এক গোল করেছেন আবার অন্য গোলটিতেও তার অবদান অনেক। তবে এবার পুরো বিশ্বকাপ জুড়েই নেইমারের বিরুদ্ধে হুট করে পড়ে যাওয়া কিংবা গড়াগড়ি খাওয়ার অভিযোগ ওঠে। এর মাধ্যমে তার বিরুদ্ধে সময় নষ্ট করার অভিযোগ করেছেন মেক্সিকোর কোচ। তিনি বলেন, ‘এটা ফুটবলের জন্যই লজ্জার। একজন খেলোয়াড়ের জন্য আমার অনেক সময় নষ্ট হয়েছে। এটা যারা ফুটবল দেখেছে তাদের সবার ও যেসব শিশুরা দেখেছে তাদের জন্যও লজ্জার। কোন অভিনয় করা উচিত নয়। আমি মনে করি এটা আমাদের গতি ও স্টাইলের ওপর প্রভাব ফেলেছে’।

তবে ব্রাজিলের কোচ তিতে শক্তভাবেই নেইমারের পক্ষে অবস্থান নিয়েছেন। তিতে বলেন, ‘তার ওপর পা দেয়া হয়েছিলো। এটা বড় পর্দায় দেখেছি’।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১