আপডেট : ০৪ July ২০১৮
মাদারীপুরে শিক্ষিকার বেত্রাঘাতে চোখ ক্ষতিগ্রস্ত হওয়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সম্পাকে উন্নত চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার ঢাকায় নেওয়া হয়েছে। সে শহরের পানিছত্র এলাকার সিরাজুল হক হাওলাদারের মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা দিল আফরোজ রত্নাকে সাময়িক বরখাস্ত করেছে জেলা শিক্ষা অফিস। শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, গত সোমবার দুপুরে শহরের দরগাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিরতির পর শ্রেণিকক্ষে প্রবেশ করেন শিক্ষিকা দিল আফরোজ রত্না। শিক্ষার্থীরা দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করে। এ সময় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সম্পা আক্তার (১১) দুষ্টুমির ছলে হেসে ফেলে। এতে শিক্ষিকা ক্ষিপ্ত হয়ে তাকে বেত্রাঘাত করেন। একপর্যায়ে সম্পার বাম চোখে মারাত্মক আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে সহপাঠীরা বাসায় নিয়ে আসে। সেখান থেকে পরিবারের লোকজন মাদারীপুর চক্ষু হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য গতকাল সকালে সম্পাকে ঢাকায় নেওয়া হয়। মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসিরউদ্দিন আহম্মেদ বলেন, বেত্রাঘাতে শিক্ষার্থীর চোখ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর গণমাধ্যমে প্রচারের পর জেলা শিক্ষা অফিস তাৎক্ষণিক বিদ্যালয় পরিদর্শন করে অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করে। মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. ইসতিয়াক আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে শিক্ষার্থীর পরিবারকে আইনগত সহযোগিতার আশ্বাস দিয়েছে পুলিশ। মাদারীপুর চক্ষু হাসপাতালে চিকিৎসক এআর অমিত বলেন, শিক্ষার্থী সম্পার চোখ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে। তবে সঠিক চিকিৎসা না নিলে চোখ নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১