আপডেট : ০৪ July ২০১৮
পাবনার বেড়ায় মা, ছোট ভাই ও খালাকে কুপিয়ে হত্যা করেছে তুহিন নামের ২২ বছর বয়সী এক যুবক। নিহতরা হলেন-তুহিনের মা বুলি খাতুন (৪৮), ছোট ভাই তুষার (১০) এবং খালা মরিয়ম খাতুন (৫০)। পাবনার বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান জানান, বুধবার ভোরে বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের সোনাপদ্মা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। হত্যাকারী তুহিন ঘটনার পর থেকে পলাতক। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘বুধবার ভোর রাতে একটি ধারালো চাপাতি দিয়ে তুহিন বাড়িতে ঘুমিয়ে থাকা মা, ছোট ভাই তুষার ও খালাকে কুপিয়ে হত্যা করে। এ সময় চিৎকারে পাশের ঘর থেকে তুহিনের স্ত্রী ও প্রতিবেশীরা ছুটে এলে তুহিন পালিয়ে যায়।’ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তিনি বলেন, ‘তুহিন মানসিক ভারসাম্যহীন বলে তার স্ত্রী রুনা আকতার দাবি।’ পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১