আপডেট : ০৪ July ২০১৮
হাবিবুর রহমান, মধুপুর, ধনবাড়ি ও ঘাটাইল উপজেলা প্রতিনিধি শালিয়াবহ গ্রামটি প্রকৃতিবান্ধব। সরেজমিনে শালিয়াবহ গ্রামে গিয়ে আজিজ কোম্পানির বিশাল বৃক্ষসম্ভার দেখে যে কারো চোখ জুড়িয়ে যাবে। এক পাশে বাড়ি তিন পাশে সুশোভিত বৃক্ষরাজি। আজিজ কোম্পানির সঙ্গে কথা বলে জানা যায় তার বৃক্ষপ্রেমের গল্প। ১৯৮২ সালের দিকে কলা চাষের মাধ্যমে তিনি শুরু করেন চাষাবাদ। প্রায় তিন যুগে তিলে তিলে গড়ে তুলেছেন বিশাল ফলদ ও ভেষজ বৃক্ষের ভান্ডার। এখন সম্ভাবনাময় এ ভান্ডারকে ঘিরে আবর্তিত হচ্ছে তার দিনকাল। তার বৃক্ষ ভান্ডারে রয়েছে প্রায় ৫০ প্রজাতির লেবু, ৭ প্রজাতির মালটা, শতেক প্রজাতির দেশি-বিদেশি আমসহ দুর্লভ প্রজাতির বৃক্ষ। আরও আছে আম, সফেদা, লিচু, বড়ই, জাম, জামরুল, জলপাই, কামরাঙ্গা, কমলা, আপেল, ডালিম, বেদানা, তেঁতুল, লটকন, তাল, বেল ও আমলকী গাছ। মোট ১৩ একর জমির মধ্যে স্বপ্নের বাগান গড়ে তুলেছেন তিনি। এর মধ্যে আট একর জমিতে নানা জাতের বৃক্ষ ও ভেষজের সমারোহ। পাঁচ একর জমিতে গড়ে তুলেছেন হরেক প্রজাতির ফলের বাগান। তিন একর জমির ফলমূল মানুষ ও পশু-পাখির জন্য উন্মুক্ত করে দিয়েছেন। দর্শনার্থীরা সারা বাগান ঘুরে ঘুরে দেখবে আর ফল খাবে। পাখিরা মুক্ত আকাশে ডানা মেলে দূর দিগন্তে উড়বে আর ফল খাবে। বৃক্ষপ্রেম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিষমুক্ত ও পরিবেশবান্ধব ফলমূল এবং বৃক্ষ রোপণের জন্য দেশের মানুষকে এগিয়ে আসতে হবে। পশু-পাখি ও প্রকৃতির জন্যই পরিবেশবান্ধব বৃক্ষ রোপণ করা দরকার। এজন্য বন বাদড় থেকে বহেড়া, হরীতকী, পিল্লাগোটা, আনাইগোটা, অর্জুন, জারুল, তিতিজাম ও ভেষজ নানা জাত সংগ্রহ করি। তিনি আরো বলেন, পাখিরা মুক্ত থাকবে। রাতের শেষে পাখির ডাক শুনে ঘুম ভাঙবে- এটাই প্রকৃতির নিয়ম। পাখি না ডাকলে জাগব কেমন করে। বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে তিনি স্থানীয় লোকজন এবং স্কুল শিক্ষার্থীদের ডেকে হাতে-কলমে শিক্ষা দিচ্ছেন। মধুপুর ঘাটাইল উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় ৫-৬ লাখ তালের বীজ বপন করেছেন। প্রতিবছর পহেলা বৈশাখ পালনের মধ্য দিয়ে পান্তা ইলিশ পর্বের শেষে আনুষ্ঠানিকভাবে এক লাখ তালের বীজ লাগান। তিনি আরো জানান, ছয় ঋতুর এই দেশকে পরিবেশবান্ধব করে গড়ে তুলতে হলে এক ইঞ্চি পতিত না রেখে তালগাছ, নিম, নিশিন্দা ও ভেষজসহ হরেক প্রজাতির গাছ রোপণ করতে হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১