আপডেট : ০৩ July ২০১৮
রাশিয়া বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে পারেনি গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ায় সমালোচনার ঝড় বয়ে গেছে দলের উপর দিয়ে। বাদ যায়নি কোচও। তারই হাওয়া লেগেছে জার্মান ফুটবল ফেডারেশনেও। তবে এসব সমালোচনায় পাত্তা না দিয়ে কাতার বিশ্বকাপেও জোয়াকিম লোর কাঁধেই আস্থা রাখছেন তারা। কাতার বিশ্বকাপে প্রধান কোচের জন্য জোয়াকিম লো কে চার বছরের নতুন চুক্তির অফার দিয়েছে জার্মান ফেডারেশন। আর তাতে দ্রুতই সম্মতি দিয়েছেন তিনি। তাই পরবর্তী বিশ্বকাপে জার্মানিকে জেতাতে দল সংশোধনের দায়িত্ব নিচ্ছেন লো। রাশিয়া বিশ্বকাপে র্যাঙ্কিয়ে প্রথমে থেকেই যোগ দিয়েছিল জার্মানি। তবে প্রস্তুতি ম্যাচে অস্ট্রিয়া ও সৌদি আরবের সঙ্গে পারফরমেন্স ভাল দেখাতে পারেনি তারা। সমালোচনার মুখে বিশ্বকাপের গ্রুপ পর্বে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার কাছে হেরে বিদায় নেয় সাবেক এই বিশ্বচ্যাম্পিয়নরা। জার্মান গণমাধ্যমগুলোতে তাদের নিয়ে চলে তুমুল সমালোচনা। ফুটবলারদের ব্যর্থতার পাশাপাশি তাই কোচের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে। সেই প্রশ্নের পাল্টা জবাব দিলো জার্মান ফুটবল ফেডারেশন। লোর কাঁধেই দায়িত্ব দিলেন আগামী বিশ্বকাপের।টানা তিন আসরে পরাশক্তিদের দায়িত্বে তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১