আপডেট : ০৩ July ২০১৮
আগামী অক্টোবরে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে কমিশনের কার্যালয়ে নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় । এতে সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান এম.খায়রুল হোসেন। বিনিয়োগকারী সপ্তাহের মূল উদ্দেশ্য থাকবে বিনিয়োগ শিক্ষা সম্পর্কিত তথ্য/উপাত্ত, বিনিয়োগকারীদের কাছে প্রচার ও অবহিতকরণের মাধ্যমে বিনিয়োগকারীদের সচেতন করা ও সুরক্ষা নিশ্চিত করা। এ সপ্তাহে সেমিনার, ওয়ার্কশপ, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এর আগে ২০১৭ সালের অক্টোবর মাসে প্রথমবারের মতো বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করা হয়েছিল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১