আপডেট : ০৩ July ২০১৮
প্রবল বৃষ্টিতে চট্টগ্রামের নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় রাঙামাটির সঙ্গে শহরটির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্ট এই বৃষ্টিপাত আরো একদিন অব্যাহত থাকার সম্ভবনা রয়েছে । পতেঙ্গা আবহাওয়া অফিসের হিসেব মতে, সোমবার বেলা ১২টা থেকে মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত ২৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। হাইওয়ে পুলিশ রাউজান থানার ওসি আব্দুল করিম জানান, টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে রাউজানের বিভিন্ন স্থানে পানিতে রাস্তা তলিয়ে গেছে। এজন্য সকাল থেকে রাঙামাটির সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে বরাবরের মতোই নগরীর চকবাজার, হালিশহর, আগ্রাবাদ সিডিএসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। সকাল থেকে স্কুল-কলেজ ও অফিসগামী যাত্রীদের পড়তে হয়েছে বেশি ভোগান্তিতে। টানা বৃষ্টিতে যান চলাচলও অনেক কম নগরীর বিভিন্ন সড়কে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১