আপডেট : ০২ July ২০১৮
মেয়াদোত্তীর্ণ রাসায়নিক উপাদান ব্যবহার করে প্যাথলজিক্যাল টেস্ট করানো ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় রাজধানীর ধানমণ্ডিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বিপুল পরিমাণ রাসায়নিক উপাদান জব্দ করা হয়েছে। প্রায় দেড় বছর আগের মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট, ডেট পরিবর্তন করে ঢাকার বাইরের জেলাগুলোতে পাঠানো এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে এ জরিমানা করা হয়। সোমবার (২ জুলাই) দুপুরে র্যাবের এক ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এই জরিমানা করেন। অভিযানটি পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। এর আগে গত বছরও একই প্রতিষ্ঠানকে নানা অনিয়মের কারণে ৯ লাখ টাকার জরিমানা করে একই আদালত। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তিন ধরণের অনিয়ম ধরা পড়েছে। প্রথমত, তাদের রি-এজেন্ট কিংবা যেসব রাসায়নিক উপাদান ছিলো সেগুলোর মেয়াদ এক থেকে দেড় বছর আগে শেষ হয়েছে। আবার এসব রি-এজেন্ট যতটুকু তাপমাত্রায় রাখার কথা রয়েছে তারা তাও করেনি। মাত্র ১৫ ডিগ্রী তাপমাত্রায় রাখা হয়েছে। এই অভিযোগে গত বছর এই প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দ্বিতীয়ত, অভিযান চালিয়ে যেসব ইনজেকশন পাওয়া গেছে সেগুলোর মেয়াদ ৩ মাস আগে শেষ হয়েছে। এসব ইনজেকশন তারা জেনে-শুনেই ব্যবহার করছিলো। তৃতীয়ত, অনেক ওষুধ ছিলো- যেগুলোরও মেয়াদ অনেক আগে শেষ হয়ে গেছে। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির মালিককে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, গত বছরের মতো এবার এসেও আমরা অনেক অনিয়ম পেয়েছি। আমরা চেয়েছিলাম সিলগালা করতে। রোগীদের কথা ভেবে করিনি। তবে আবার যদি এসে এই রকম অভিযোগ প্রমাণ মেলে তাহলে বড় ধরনের ব্যবস্থা নেয়া হবে। যেসব প্রতিষ্ঠান মানুষের জন্য ক্ষতিকর সেসব প্রতিষ্ঠান থাকার চেয়ে না থাকাই ভালো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১