আপডেট : ০২ July ২০১৮
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াত সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সুবিধা করতে পারেনি বলেই পরিকল্পিতভাবে কোটার নামে ছাত্রদের দ্বারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। সোমবার কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, কোটা সঙ্কার নিয়ে যে কথা-বার্তা চলছে তা পরিকল্পিত যড়যস্ত্রের অংশ ছাড়া কিছু নই। কোটা সঙ্কার কারীদের সঙ্গে আসলে সাধারণ ছাত্র-ছাত্রীর কোন সম্পর্ক নেই। তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে হামলা কোন ছাত্র আন্দোলনের অংশ হতে পারে না। এই ঘটনাগুলো প্রমাণ করে কোটা সঙ্কার নিয়ে আন্দোলন বিএনপি-জামায়াতের যড়যন্ত্রের অপকৌশল। তিনি বলেন, ছাত্রলীগ ছাত্র সংগঠনের ঐতিহ্যর ধারক বাহক। সেই ছাত্র সংগঠন নিয়ে কটুক্তি তারাই করতে পারে যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী নয়। ছাত্রলীগ দ্বারা কখনই বিশ্ববিদ্যালয়সহ কোন শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হয়নি আশাকরি কখনো হবে না। এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১