বাংলাদেশের খবর

আপডেট : ০২ July ২০১৮

বরিশাল সিটি নির্বাচন

জাপার মেয়র প্রার্থীসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) ভবন সংরক্ষিত ছবি


বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে গতকাল রোববার মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থীসহ দুজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ ছাড়া ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মধ্যে একজন বাদ পড়েছেন। বাকিদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান গতকাল সন্ধ্যায় জানান, ঋণখেলাপির জন্য জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস এবং ভুয়া ভোটার সমর্থনকারী তালিকা দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী বশির আহমেদ ঝুনুর মনোনয়ন বাতিল হয়। এ ছাড়া যাচাই-বাছাইকালে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জামাল হোসেন সোহাগের মনোনয়নপত্র বাতিল করা হয়। আজ সোমবার দ্বিতীয় দিনের মতো প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে।

উল্লেখ্য, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গত ২৮ জুন বিসিসি নির্বাচনে মেয়র পদে ৮ জন, ৩০টি সাধারণ কাউন্সিলর পদে ১১৪ জন এবং ১০টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৮ জন মনোনয়নপত্র জমা দেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১