আপডেট : ০২ July ২০১৮
রাশিয়া বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে রেজাল্ট আনতে পারেনি স্বাগতিক রাশিয়া ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিটের খেলা অমীমাংসিত থাকে ১-১ গোলে। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ত্রিশ মিনিটে। প্রিয় পাঠক আপনি যখন পত্রিকা হাতে পাবেন তখন ম্যাচের ফল জেনে যাবেন। সময় স্বল্পতার কারণে ফলাফলসহ বিস্তারিত খবর না দিতে পারার জন্য আমরা দুঃখিত। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ছিল ম্যাড়মেড়ে। তবে ধীরে ধীরে বাড়ে আক্রমণ। চিরায়ত তিকিতাকা ছন্দে থাকা স্পেন ১২ মিনিটেই দেখা পায় গোলের দেখা। যদিও গোলটি আত্মঘাতী। ডান দিক থেকে মার্কো আসেনসিওর ফ্রি-কিক যেন সার্জিও রামোসকে খুঁজে না পায় সেই চেষ্টায় ব্যস্ত ছিলেন ইগনাশেভিচ। রামোসকে নিয়ে পড়ে যান তিনি মাটিতে। তবে মাটিতে পড়ার সময় অভিজ্ঞ এই ডিফেন্ডারের পায়ে লেগে বল জড়ায় জালে। চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না রাশিয়ার গোলরক্ষক ইগর আকিনফিভের। রাশিয়া বিশ্বকাপে ঘটল দশম আত্মঘাতী গোলের ঘটনা। ম্যাচে ফিরতে মরিয়া তখন স্বাগতিক রাশিয়া। চেষ্টা চালায় স্পেনের রক্ষণভাগে। তবে সুবিধা করতে পারছিল না। ৪১ মিনিটে সফল তারা। পেনাল্টি কিক থেকে রাশিয়াকে সমতায় ফেরান আর্তেম জুবা। কর্নার কিকে হেড করতে লাফিয়ে ওঠা জেরার্ড পিকের উঁচিয়ে থাকা হাতে বল লাগলে পেনাল্টির নির্দেশ দেন হল্যান্ডের রেফারি কুইপার্স। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় বল জাড়ে জড়ান জুবা। স্পেনের গোলরক্ষক ডেভিড ডে গেয়া বুঝতেই পারেননি কিছু। ঝাঁপ দেন বলের উল্টো দিকে (১-১)। দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের সুযোগ তৈরি হয়েছিল স্পেনের। কিন্তু বক্সের মধ্যে থেকে জর্ডি অ্যাবার প্রচেষ্টা রুখে দেন রাশিয়ার গোলরক্ষক। একটু উঁচু হয়ে আসা বল গ্লাভসে বন্দি করেন তিনি। ৫১ মিনিটে কোকের ক্রসে হেড দিয়েছিলেন কস্তা। কিন্তু না, বল চলে যায় বারের উপর দিয়ে। ৮৫ মিনিটে জয়সূচক গোলটি পেতে পারত স্পেন। তবে বক্সের সামান্য বাইরে থেকে বদলি খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তার জোরালো শট ঝাঁপিয়ে পড়ে কোনোমতে রক্ষা করেন রাশান গোলরক্ষক। শেষের দিকে গোলের জন্য কোনো দলই মরিয়া ছিল না। দুই দলই যেন চাচ্ছিল ম্যাচ যেন গড়ায় অতিরিক্ত সময়ে। আর সেটাই হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১