বাংলাদেশের খবর

আপডেট : ০২ July ২০১৮

সুরের মূর্ছনায় শান্তি ও সহাবস্থানের ডাক

ইরাকের যন্ত্রশিল্পী ও কনডাক্টর করিম ওয়াসফি ছবি : ইন্টারনেট


ইরাকের মুসল শহরের ধ্বংসস্তূপের মধ্যে বসে সুরের মূর্ছনায় শান্তি ও সহাবস্থানের ডাক দিয়েছেন দেশটির যন্ত্রশিল্পী ও কনডাক্টর করিম ওয়াসফি। স্বঘোষিত খেলাফতের রাজধানী থেকে ইসলামিক স্টেটকে (আইএস) উৎখাতের প্রায় এক বছর পর এই কনসার্টের আয়োজন করেন তিনি। খবর আল অ্যারাবিয়া।

গত শুক্রবারের এই কনসার্টে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হয়েছিলেন। ইরাকের দ্বিতীয় বৃহত্তম এ শহরটির গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ধর্মীয় স্থাপনার মধ্যবর্তী স্থানে কনসার্টটি অনুষ্ঠিত হয়। ভেন্যুর একপাশে ছিল গুরুত্বপূর্ণ ক্যাথলিক গির্জা, ঘড়ির টাওয়ার ও ঐতিহাসিক নিদর্শন হাদবার অবশিষ্টাংশ। অন্য পাশে ছিল নুরি মসজিদের ধ্বংসস্তূপ। ওয়াসফির সঙ্গে আরো ছিল ভায়োলিন ও গিটার বাদকেরা। স্থানীয় একটি ব্যান্ডও যোগ দেয় তাদের সঙ্গে।

তিনি বলেন, মুসল থেকে সারা বিশ্বের প্রতি নিরাপত্তা, শান্তি ও সহাবস্থানের বার্তার ডাক দিতেই এই আয়োজন। এর মাধ্যমে আমরা বিভিন্ন কোম্পানি, বিনিয়োগকারী ও সংগঠনের প্রতি শহরের পুনর্গঠনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। শহরটি প্রায় তিন বছর আইএসের দখলে ছিল। কায়রোতে জন্ম নেওয়া ওয়াসফি গত তিন বছরে বিভিন্ন সময় সেলো হাতে নিয়েছেন। বাগদাদের কোনো সড়কে যখনই বোমা বিস্ফোরিত হতো সেখানে হাজির হয়ে সেলো বাজাতেন। তিনি ইরাক ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। তাকে ইরাকের রাস্ট্রোপোভিচ নামে ডাকা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১