আপডেট : ০১ July ২০১৮
হুয়াওয়ের পর এবার তিনটি রিয়ার ক্যামেরার স্মার্টফোন আনার পরিকল্পনা করছে এলজি। প্রতিষ্ঠানটির পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভি৪০-এ তিনটি রিয়ার ক্যামেরা এবং দুটি ফ্রন্ট ক্যামেরা সেটআপ থাকবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে অ্যান্ড্রয়েড পুলিশ। তবে এসব ক্যামেরার বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। বলা হচ্ছে, এর তিনটি রিয়ার ক্যামেরার একটিতে থাকবে ওয়াইড লেন্স এবং একটিতে থাকতে পারে আল্ট্রাওয়াইড লেন্স। এছাড়া স্মার্টফোনটিতে ফেস আনলকের পাশাপাশি থ্রিডি ম্যাপিংয়ে ব্যবহার হবে এর ডুয়েল ফ্রন্ট ক্যামেরা। আলোচিত নচ ডিসপ্লে ব্যবহার করা হতে পারে ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে। এতে ব্যবহার করা হতে পারে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। এছাড়া নিরাপত্তার জন্য ফেস আনলকের পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ফোনটিতে। তবে এর অন্যান্য ফিচার এবং কবে নাগাদ বাজারে আসতে পারে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১