আপডেট : ০১ July ২০১৮
সম্প্রতি বাজারে এসেছে শাওমির নতুন ফিটনেস ট্র্যাকার মি ব্যান্ড থ্রি। বাজারে আসার মাত্র ১৭ দিনের মধ্যেই স্মার্টব্যান্ডটির ১০ লাখের বেশি ইউনিট সরবরাহ করেছে চীনের এ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। শাওমির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়াং ওয়াং এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন। এর আগের দুটি স্মার্টব্যান্ডের জনপ্রিয়তার ধারাবাহিকতায় নতুন এ সংস্করণটি বাজারে এনেছে শাওমি। এর দাম নির্ধারণ করা হয়েছে ১৬৯ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় ২১৫০ টাকা। ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ওএলইডি ডিসপ্লে, হার্টরেট সেন্সর এবং পেডোমিটার। ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে যুক্ত হয় ডিভাইসটি। এতে ফোনের বিভিন্ন নোটিফিকেশন এবং কলার আইডিও দেখা যাবে। এখন পর্যন্ত শুধু চীনের বাজারেই পাওয়া যাচ্ছে মি ব্যান্ড থ্রি। তবে শিগগিরই অন্যান্য দেশের বাজারেও ডিভাইসটি উন্মুক্ত করা হতে পারে। এছাড়া সেপ্টেম্বরে এনএফসি সুবিধা নিয়ে স্মার্টব্যান্ডটির নতুন একটি ভ্যারিয়েন্টও বাজারে আসার কথা রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১