আপডেট : ০১ July ২০১৮
এসিআই লজিস্টিক লিমিটেড ২০০৮ সালে বাংলাদেশে এই সুপার শপটি প্রতিষ্ঠা করে। শুরুতে একটি মাত্র শাখা নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে সুপার শপটি দেশের ১৬ জেলায় ৫৯টি শাখায় বিস্তৃত। এর মধ্যে ঢাকাতেই রয়েছে ৩৪টি শাখা। প্রতিষ্ঠানটির করপোরেট অফিস ঢাকার তেজগাঁওয়ে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরের সব শাখা খোলা থাকে। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনগুলোতেও একই সময়সূচি অনুযায়ী সব শাখা খোলা থাকে। এখানে নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্য যেমন- গ্রোসারি পণ্য, মাছ, মাংস, সবজি, গৃহস্থালি পণ্য, শিশুখাদ্য, বেভারেজসামগ্রী, বেকারি, ডেইরি, গিফট অ্যান্ড টয়েস, প্যাকেটজাত খাবার, ফল এবং সবজি, হেলথ অ্যান্ড বিউটি পণ্য, স্টেশনারি ও ইলেকট্রনিক্স পণ্য পাওয়া যায়। নগদ টাকার পাশাপাশি দেশের সব শাখাতেই ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমে কেনাকাটা করার ব্যবস্থা রয়েছে। এই সুপার শপটির যেকোনো শাখা থেকে একসঙ্গে দুই হাজার টাকার পণ্য কিনে একটি নির্দিষ্ট ফরম পূরণ করে জমা দিলে ক্রেতাকে একটি মেম্বারশিপ কার্ড প্রদান করা হয়। পরবর্তী সময়ে প্রতি ১০০ টাকার কেনাকাটায় ক্রেতার এই মেম্বারশিপ কার্ডে ১ পয়েন্ট করে জমা হয়। প্রতি ১০০ পয়েন্টের জন্য কেনাকাটায় ৭৫ টাকা ছাড় দেওয়া হয়। এ ছাড়া করপোরেট মেম্বারদের ক্ষেত্রেও প্রতি ১০০ টাকার কেনাকাটায় ১ পয়েন্ট করে মেম্বারশিপ কার্ডে জমা হয়। তাদের ক্ষেত্রে প্রতি ১০০ পয়েন্টে ১০০ টাকা ছাড় দেওয়া হয়। মেম্বারশিপ কার্ডের পয়েন্টের নির্দিষ্ট কোনো মেয়াদ নেই। ক্রেতা যেকোনো সময় এই পয়েন্টের সুবিধা গ্রহণ করতে পারেন। স্বপ্ন সুপার শপের সব শাখাতেই ক্রয়কৃত পণ্য প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা রয়েছে। বিশেষত কাঁচা পণ্য যেমন- মাছ, মাংস প্রভৃতি। এর জন্য আলাদা কোনো চার্জ প্রদান করতে হয় না। এ ছাড়া সম্পূর্ণ প্রক্রিয়াজাতকরণ অবস্থায়ও পাওয়া যায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১