আপডেট : ০১ July ২০১৮
নতুন বিজ্ঞাপনে অংশ নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। ‘ডেকো সুপার ডুপার কুকিজ’ এর বিজ্ঞাপনে দেখা যাবে তাকে। ডট থ্রি প্রোডাকশনের ব্যানারে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন মেহেদী হাসিব। খুব শিগগিরই দেশের সবগুলো চ্যানেলে প্রচারিত হবে বিজ্ঞাপনটি। এ প্রসঙ্গে নির্মাতা হাসিব বলেন, ‘খেলোয়াড় নিয়ে এই প্রথম বিজ্ঞাপনের কাজ করেছি। সব প্রস্তুতি আগেই সেরে নেওয়া ছিল। তার পরও একটু উত্তেজনা কাজ করছিল। তবে সব কিছুই সহজ হয়ে ধরা দিল মাশরাফি ভাইয়ের সহযোগিতার কারণে। শুটিং সেটে একদম সাধারণ মানুষ হয়েই ধরা দিলেন আমাদের মাঝে। চমৎকার এক মানুষ, বোঝাপড়াটা তাই ভালো হয়েছে আমাদের। আশা করি বিজ্ঞাপনটি সবার নজর কাড়বে।’ পুরো বিজ্ঞাপনটি বিশাল সেটে এক শটে ধারণ করা হয়েছে বলে জানান নির্মাতা। পনি আবেদিনের সৃজনশীল ভাবনায় বিজ্ঞাপনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ম্যাক্স রহমান। এর আগে ডট থ্রি প্রোডাকশন হাউজ থেকে এরফান চিনিগুঁড়া চাউল, ডেকো ক্ষীর কুকিজ, আপন ডায়মন্ডসহ বিভিন্ন বিজ্ঞাপন নির্মিত হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১