আপডেট : ০১ July ২০১৮
শারমিন আক্তার আজ আমরা অনেক আধুনিক, হাতে হাতে স্মার্ট ফোন, বিশ্বকে করেছি জয়, হাতের মুঠোয় সবকিছু। তবু পুরনো ধ্যান-ধারণা, নেতিবাচক দৃষ্টিভঙ্গি, কুসংস্কার এগুলো থেকে বেরুতে পারিনি। তথাকথিত আধুনিক এই আমরা মানুষের মতো দেখতে হলেও মানুষ হয়ে উঠতে পারলাম না। যে নারী তার সবকিছু উজাড় করে দিয়ে তার আপনজনদের আগলে রাখে, শত কষ্টের মাঝেও হেসে বলে আমি ভালো আছি, মায়া-মমতায় ভরিয়ে রাখে প্রিয়জনদের- সে কী করে হয় রহস্যময়ী, ছলনাময়ী! স্বয়ং সৃষ্টিকর্তা পৃথিবী রক্ষা ও ধ্বংসের ক্ষমতা যে নারীর হাতে দিয়েছেন, সে কী করে হয় অবলা অসহায়! আর লজ্জা সে তো মানুষের ভূষণ, নারীর একচ্ছত্র সম্পদ নয়। সংসার সুখের হয় রমণীর গুণে, ব্যস হয়ে গেল দ্বিতীয় লাইনটা অনেকেই জানি না আর যারা জানি তারা মনে রাখি না। সংসার সুখের হয় রমণীর গুণে, যদি পুরুষ থাকে তার সনে। দুজন দুজনার ভালোবাসা ও সহযোগিতা ছাড়া কল্যাণকর কিছু সঠিকভাবে করা সম্ভব নয়। নারীর পোশাক ও চলাফেরা ঠিক না থাকার কারণে যদি ধর্ষণ হয়, তাহলে দুই-তিন বছর বয়সের কন্যাশিশুটির কী অপরাধ? আমরা প্রত্যেকেই সন্তানকে ভীষণ ভালোবাসি। অথচ আমরা এটা ভুলে যাই নারীও কারো অতি আদরের সন্তান, কারো আদরের বোন- যে তার মা-বাবা, ভাই-বোন, বন্ধু ছেড়ে অজানা অচেনা এক পরিবারে এসে সবাইকে ভালোবেসে আপন করে নেয়। নারী কোনো অদ্ভুত জীব বা প্রাণী নয়, সে সম্পূর্ণরূপে একজন পূর্ণাঙ্গ মানুষ। আমি নারী-পুরুষের সমান অধিকার চাই না, চাই মানুষের অধিকার। কারণ সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টির সেরা জীব করেছেন। সুতরাং আমরা মানুষ, লিঙ্গভেদে নারী ও পুরুষ। ভুল মানুষেরই হয়, অন্যায়ও মানুষই করে। আমরা কি পারি না একে অপরের সহযোগী হতে, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতে, সব অন্যায়ের মোকাবেলা একসঙ্গে করতে, বিশ্বাস নিয়ে পথ চলতে, ভালোবাসা দিয়ে জীবন সাজাতে!
নারী মানে রহস্যময়ী, ছলনাময়ী- একথা সত্য যে কেউ বলবে। নারী অবলা অসহায়, তাতেও কারো দ্বিমত নেই। নারীকে হতে হবে পানির মতো, যখন যে পাত্রে খুশি রাখা যায়। অথবা মাটির মতো, যার যেমন খুশি গড়ে নিতে পারে। লজ্জা, সেও তো নারীর ভূষণ। আর অন্যায়ের বিরুদ্ধে লড়েছে যে নারী সে হয়েছে ডাইনি, রাক্ষসী কিংবা অশুভ আত্মা। ঘরে কোনো অমঙ্গল ঘটলে নারী হয়েছে অলক্ষ্মী। সৎভাবে উপার্জন করলেও কখনো কখনো তাকে নিতে হয়েছে অসতীর অপবাদ। নারী সন্তান উৎপাদনের কারখানা, সন্তান পালন, রান্না করা, ঘরের যাবতীয় কাজ তার। আর চাকরি যদি করতে হয়, এগুলো সামলে যদি করতে পারে করুক। মা হতে না পারা, কন্যাসন্তান জন্মানো সব দায় নারীর একার। সংসার ভাঙা, সন্তানদের বিপথে যাওয়া তাও নারীর কারণে। পছন্দ, অপছন্দ, ভালো, মন্দ কিছুই থাকতে নেই তার। দুঃখ-কষ্টকে ধামাচাপা দিয়ে সবগুলো দাঁত বের করে থাকাটা তার দৈনন্দিন রুটিন। পরিবারের সবাইকে খুশি রাখা, নিজে কোনো ভুল না করেও ক্ষমা চাওয়া- এটা তো তারই কাজ। ধর্ষণ, এর জন্যও দায়ী নারী; কারণ তাদের পোশাক ঠিক থাকে না, চলাফেরা ঠিক নেই। এমন ছোট-বড় বহু ঘটন-অঘটন সবকিছুর মূলেই নারী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১