বাংলাদেশের খবর

আপডেট : ০১ July ২০১৮

এমপিওভুক্তির দাবিতে অনশন

দীর্ঘ হচ্ছে অসুস্থ শিক্ষকের তালিকা

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশনে শিক্ষকরা । ছবিটি শুক্রবর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তোলা ছবি : বাংলাদেশের খবর


শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা অসুস্থ হয়ে পড়ছেন। প্রতিদিনই এ তালিকা দীর্ঘ হচ্ছে। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন ১১৫ শিক্ষক। এ অবস্থায়ও দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনরত ‘নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন’-এর নেতারা।

স্বীকৃতপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে গত ২৫ জুন থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে চলমান এ কর্মসূচির ষষ্ঠ দিনে ১৫ শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়। আটজন চিকিৎসা নেওয়ার পর কর্মসূচি স্থলে ফিরে আসেন। বাকিরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালে চিকিৎসাধীন। অনশন স্থলে ৯০ জনকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

ফেডারেশনের সাধারণ সম্পাদক ড. বিনয় ভূষণ রায় ছাড়াও আজিজুর রহমান, গোলাম মোস্তফা, আকরাম হোসেন, আছিয়া খাতুন, বিলকিস পারভীন, মাহবুবুর রহমান ও গাজী আবদুল লতিফ ঢামেকের ৬০২, ৭০২ ও ৮০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

এমপিওভুক্তির ব্যাপারে শনিবারও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাননি জানিয়ে ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, ‘সরকার দ্রুত দাবি মেনে নিলে আমরা অনশন ছেড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাব ও শিক্ষাকার্যক্রম শুরু করব।’ এ কর্মসূচির কারণে গত ২৩ জুন থেকে সারা দেশের নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি।

অসুস্থ এ শিক্ষক নেতা বলেন, ‘গত ৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পর থেকে আমরা বিভিন্নভাবে তার সাক্ষাতের চেষ্টা করেছি। কিন্তু অজ্ঞাত কারণে আমাদের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলেই সমস্যার সমাধান হবে।’

এদিন প্রেস ক্লাবের সামনে গিয়ে দেখা যায়, অনশনে শিক্ষকদের উপস্থিতি বেড়েছে। প্রতিদিন বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা ঢাকায় এসে কর্মসূচিতে যোগ দিচ্ছেন। তাদের উপস্থিতিতে আন্দোলন তীব্রতর হচ্ছে। ‘সব স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে আমরণ অনশন’ লেখা টি-শার্ট গায়ে ও ‘এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশন’ লেখা ফিতা মাথায় বেঁধে সহস্রাধিক শিক্ষক কর্মসূচিতে অংশ নেন।

গত ১০ জুন থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকরা। দাবি পূরণ না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২৫ জুন থেকে তারা আমরণ অনশন কর্মসূচি শুরু করেন।

এর আগে এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা গত বছরের ২৬ ডিসেম্বর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার কর্মসূচি শুরু করেন। গত ৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার একান্ত সচিব সেখানে গিয়ে আন্দোলনরতদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। এরপর শিক্ষক ও কর্মচারীরা আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। কিন্তু সম্প্রতি অর্থমন্ত্রীর বাজেট ঘোষণায় এমপিওভুক্তির নির্দেশনা না থাকায় তারা আবারো আন্দোলন শুরু করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১