আপডেট : ৩০ June ২০১৮
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিকভাবে দুর্বল হলেও তার মনোবল অটুট রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। শনিবার বিকালে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বাংলাদেশের খবরকে একথা জানিয়েছেন তারা। স্বজনরা জানান, কারাগারে ভালো নেই খালেদা জিয়া, সেখানে তার চিকিৎসা যথাযথ হচ্ছে না। তিনি দুর্বল হয়ে পড়েছেন। তবে তার মনোবল অটুট রয়েছে। আবারও তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে স্বজনরা বলেন, অতীতে বর্তমান প্রধানমন্ত্রী যখন জেলে ছিলেন তখন তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের দায়ের জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি খালেদা জিয়া। তার স্বজনরা শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে কারাগারে যান। সাক্ষাৎ শেষে বিকাল ৫টা ৪০মিনিটে তারা বের হয়ে যান। স্বজনদের মধ্যে ছিলেন- খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম, ভাইয়ের স্ত্রী নাসরিন সাঈদ, তারেক রহমানের স্ত্রীর বড়বোন শাহিনা খান জামান বিন্দু, ভাগ্নে মাসুদ ও ডা. মামুন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১