আপডেট : ৩০ June ২০১৮
কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত নেতা-কর্মীদের ওপর হামলা ও মারধরের প্রতিবাদে আগামীকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য সব বিশ্ববিদ্যালয় ও কলেজে মানবন্ধনের ডাক দিয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর কারণে এই বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হবে না। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, আমরা আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে দেশের সব বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজে আমাদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হবে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্বঘোষিত সংবাদ সম্মেলনে বাধা দিয়ে ব্যাপক মারধর করা হয়। এতে আট জনের মতো আহত হন। আন্দোলনকারীদের অভিযোগ, হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী। তবে হামলা ও মারধরের ব্যাপারে ছাত্রলীগের নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আন্দোলনকারীদের কয়েকজন জানান, সংবাদ সম্মেলন কর্মসূচির বিষয়ে আগেই ঘোষণা দেওয়া ছিল। সেই অনুযায়ী শনিবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আন্দোলনকারীরা জড়ো হতে থাকেন। এ সময় শিক্ষার্থীরা কিছু বুঝে ওঠার আগেই তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা হয়। হামলায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক, পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, হাসান আল মামুন, ফারুক হোসেনসহ অনেকে গুরুত্বর আহত হন।। তাদেরকে ঢাকা মেডিক্যালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ ব্যানারে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছে একদল শিক্ষার্থী। তাদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দিলেও সরকারি প্রজ্ঞাপন না আসা পর্যন্ত নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১