বাংলাদেশের খবর

আপডেট : ২৯ June ২০১৮

ব্রাজিল-সার্বিয়ার সমর্থকদের হাতাহাতি

স্কোর স্পার্টাক স্টেডিয়ামে ব্রাজিল ও সার্বিয়ার একদল ভক্ত আচমকা মারামারিতে জড়িয়ে পড়েন ছবি : ইন্টারনেট


খেলা চলাকালীন হাতাহাতিতে জড়িয়ে পড়ে ব্রাজিল ও সার্বিয়ার সমর্থকরা। দু’‌দলই নকআউটে যাওয়ার জন্য লড়ছিল। শেষ পর্যন্ত শেষ হাসি দেখা যায় ব্রাজিলেরই মুখে। তারা ২-০ ব্যবধানে হারায় সার্বিয়াকে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে গেল ব্রাজিল। অন্যদিকে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হলো সার্বিয়াকে। উত্তেজনার ম্যাচে গ্যালারিতে দু’দলের সমর্থকরাই হাজির ছিলেন। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল ব্রাজিল। তখনই গ্যালারিতে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু’‌দলের সমর্থকরা। প্রথমে তর্কাতর্কি। তারপর শুরু হয় হাতাহাতি। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে ব্রাজিল ও সার্বিয়ার একদল ভক্ত আচমকা মারামারিতে জড়িয়ে পড়েন। সার্বিয়ার এক মহিলা ভক্ত দু’‌পক্ষকে ছাড়ানোর চেষ্টা করছিলেন। কিন্তু তাকেও মার খেতে হয়। ভিডিও ফুটেজে তার কান্নার দৃশ্য ফুটে উঠেছে। কোন পক্ষ প্রথমে মারামারি শুরু করল, কিংবা কেন এই ঝামেলা তা এখনো পরিষ্কার নয়। বিশ্বকাপে যে এই ধরনের কাণ্ড বরদাস্ত করা হবে না তা আগেই জানিয়েছিল ফিফা। তারপরও ব্রাজিল-সার্বিয়া ম্যাচে মারামারিতে জড়ালো দু’‌দলের সমর্থকরা। এটাই রাশিয়া বিশ্বকাপের প্রথম বড় গণ্ডগোল। এখন দেখার বিষয় ফিফা এ ব্যাপারে কী পদক্ষেপ নেয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১