বাংলাদেশের খবর

আপডেট : ২৯ June ২০১৮

জাতীয় নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চলছে : নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সংরক্ষিত ছবি


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে একটি অশুভ শক্তি ষড়যন্ত্র শুরু করছে। ঐক্যের নামে অশুভ কিছু শক্তি মাঠে নেমেছে। এরা অসাংবিধানিক পথে ক্ষমতায় আসতে চায়। এই অশুভ শক্তিকে ঐক্যবদ্ধভাবে জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করবে ১৪ দল।

শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলোন, গাজীপুর সিটি করপোরেশ নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও বিভিন্ন সংগঠনের দেওয়া পর্যবেক্ষণকে একান্তই তাদের ব্যক্তিগত বলে মন্তব্য। এসময় তিনি বলেন, গাজীপুর সিটি করপোরেশনে যদি কোনও অনিয়ম হয়ে থাকলে সেটা নির্বাচন কমিশনের উচিত তদন্ত করা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১