আপডেট : ২৮ June ২০১৮
প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাতের পরিচালনা পর্ষদ সাড়ে ১২ দশমিক ৩৭ শতাংশ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, জমিটি চট্টগ্রামে সীতাকুণ্ডে অবস্থিত। এতে ব্যয় হবে ৮৬ কোটি ৮২ লাখ ৫২ হাজার টাকা। জিপিএইচ ইস্পাত ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৩ পয়সা ও শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ১৬ টাকা ১৫ পয়সা। ২০১২ সালে পুঁজিবাজারে আসা জিপিএইচ ইস্পাতের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৩২৭ কোটি ৪৪ লাখ ৩০ হাজার টাকা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১