আপডেট : ২৭ June ২০১৮
বাংলাদেশে চালু হতে যাচ্ছে ই-পাসপোর্ট। অত্যাধুনিক প্রযুক্তির এই পাসপোর্টে ইমিগ্রেশন চেকপোস্টে হয়রানি কমবে বলে আশা প্রকাশ করেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে জার্মান সরকারের সাথে জিটুজি চুক্তির আওতায় সামনে জুলাই মাস থেকেই শুরু হবে প্রকল্পটি। বহির্বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে দেশের নাগরিকদের হাতে অত্যাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ ইলেকট্রনিক পাসপোর্ট তুলে দিতে ২০১৬ সালে মেশিন রিডেবল পাসপোর্টের পাশাপাশি ই-পাসপোর্ট চালুর উদ্যোগ নেয় সরকার। ২১ জুন একনেক ৪ হাজার ৬৩৫ কোটি ৯১ লাখ টাকার এ প্রকল্পের অনুমোদন দেয়। ই-পাসপোর্টে ইলেকট্রনিক ছবি, স্বাক্ষর ও দশ আঙ্গুলের ছাপের পাশাপাশি থাকবে চোখের মণির ছবি। এছাড়া এই পাসপোর্টে থাকবে ইলেক্ট্রনিক চিপ যাতে পাসপোর্টধারীর সকল তথ্য সংরক্ষিত থাকবে। সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন ই-পাসপোর্টের মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ইমিগ্রেশনে হয়রানি বন্ধ হবে বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ করতে ই-পাসপোর্টের পাশাপাশি এই প্রকল্পের আওতায় দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর ও দুইটি স্থলবন্দরে ই-গেট স্থাপন করা হবে। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই ই-পাসপোর্ট হাতে পেতে পারেন পাসপোর্ট প্রত্যাশীরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১