আপডেট : ২৭ June ২০১৮
বিল বকেয়ার কারণে সিলেট রেলস্টেশনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগ। এতে রেলযাত্রীরা পড়েছেন দুর্ভোগে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টায় বিদ্যুৎ বিভাগের কর্মীরা রেলস্টেশনে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। যাত্রীরা জানিয়েছেন, রেলস্টেশনে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। ট্রেনের টিকেট কাটতে আসা একাধিক যাত্রী জানান, বিদ্যুৎ সংযোগ না থাকায় তারা টিকেট কিনতে পারছেন না। এতে তাদের যাত্রায় ব্যাঘাত ঘটছে। এ বিষয়ে বিদ্যুৎ বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী সরদার আজম মোহাম্মদ বলেন, সিলেট রেল কর্তৃপক্ষের কাছে ৫০ লাখ টাকা বিল বকেয়া রয়েছে। বার বার তাগাদা দিয়েও তারা এ বিল পরিশোধ না করায় আজ মঙ্গলবার তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। যাত্রী দুর্ভোগের বিষয়ে তিনি বলেন, সিলেট রেল কর্তৃপক্ষের কাছ থেকে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়ে অঙ্গীকার এলে দ্রুততম সময়ের মধ্যেই ফের বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক শহিদুর রহমান জানান, বেলা দেড়টায় বিদ্যুৎ বিতরণ বিভাগের কর্মীরা এসে রেলস্টেশনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। সংযোগ বিচ্ছিন্ন করায় যাত্রীরাও রেলের টিকেট কিনতে পারছেন না। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। বকেয়া বিল পরিশোধের ব্যাপারে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছি। বিষয়টি প্রক্রিয়াধীন। আশা করা যাচ্ছে, দ্রুত বিলটি পাস হয়ে যাবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১