আপডেট : ২৭ June ২০১৮
বহুল আলোচিত গাজীপুর সিটি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। তিনি দ্বিগুণের চেয়ে বেশি ভোট পেয়ে নগরপিতা নির্বাচিত হয়েছেন। ৪২৫টি কেন্দ্রের মধ্যে ৪১৬টি কেন্দ্রের ফল প্রকাশ হয়েছে। আওয়ামী লীগ প্রার্থী পেয়েছেন ৪ লাখ ১০ ভোট। অন্যদিকে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬১১ ভোট। ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর এর সবকটিতেই এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী হাসান উদ্দিন সরকার। ভোটের হিসাবে জাহাঙ্গীর বিএনপির প্রার্থীর চেয়ে দুই লাখ ৩৭৯ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১৩ সালের ৬ জুলাই অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছিলেন বিএনপির অধ্যাপক এমএ মান্নান। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৪২৫টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ অনষ্ঠিত হয়। এদিকে, ৪২৫টি কেন্দ্রের এর মধ্যে ৯টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ছিল। বাকি ৪১৬টি কেন্দ্রের বেসরকারিভাবে ফলাফল পাওয়া গেছে। ৪১৬ কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম পেয়েছেন ৪ লাখ ১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান উদ্দিন সরকার পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬১১ ভোট। গাজীপুর দেশেরর সর্ববৃহত সিটি কর্পোরেশন সেখানে মোট কেন্দ্র ৪২৫টি। মোট ভোটার ১১ লাখ ৭৩৬ জন। ভোটার উপস্থিতির সংখ্যা ছিল ৫৫ থেকে ৬০ শতাংশ।
এদিকে, এ নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী হলেও মূল লড়াই হয়েছে নৌকা ও ধানের শীষ প্রতীকে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১