আপডেট : ২৬ June ২০১৮
২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আগামী ২৮ জুন পাস হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এছাড়া আগামীকাল বুধবার ফাইন্যান্স বিল (অর্থবিল) পাস হবে বলেও জানান তিনি। গত ৬ জুন সংসদে ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৫ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মুহিত বলেন, বুধবার বাজেট নিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন। বাজেটের উপর তার নিজস্ব মন্তব্য কাল পাওয়া যাবে। বিরোধী দলের নেত্রীও বক্তব্য দেবেন। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এরশাদও কিছু বলতেও পারেন। বাজেটে বড় ধরনের কোনো পরিবর্তন আসছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, আজ (মঙ্গলবার) বিকালে বাজেট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে হবে। বড় ধরনের পরিবর্তন তো কখনও হয় না।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১