আপডেট : ২৬ June ২০১৮
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং শান্তিপূর্ণভাবে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। এসময় তিনি বলেন গণতন্ত্রের যাত্রাকে ব্যহত করে অগণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চাচ্ছে বিএনপি। মঙ্গলবার ধানমণ্ডি কার্যালয়ে গাজীপুর সিটি নির্বাচন নিয়ে দলের পক্ষে সংবাদ সম্মেলনে নানক এমন্তব্য করেন। বিএনপির প্রার্থীর দুর্বলতা ও দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণে কয়েকটি কেন্দ্রে পোলিং এজেন্ট আসেনি। এর দায় সরকারের না। বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়া হচ্ছে, এ ধরনের অভিযোগ দুঃখজনক উল্লেখ করে নানক বলেন, বিএনপি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যাচার করছে। অহেতুক সরকারকে দায়ী করছে বিএনপি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১