আপডেট : ২৫ June ২০১৮
সাতক্ষীরা জেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ৮ জন। সোমবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি ও চৌবাড়িয়া এবং শ্যামনগর উপজেলার গুমনতলী গ্রামে এই বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে সদর উপজেলার বৈকারি গ্রামের আব্দুস সালামে ছেলে সাজু হোসেন (২৮), চৌবাড়িয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে আবুল খায়ের (২৫) এবং শ্যামনগর উপজেলার গুমনতলী গ্রামের শ্রীকান্ত দাশের স্ত্রী জোৎসা দাশ (৩৫) ও মুজিদ মোল্লার স্ত্রী জিন্নাহতুন নেছার (৩২) মৃত্যু হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, গুমনতলী মৎস্য সেটে দুপুরে নারী শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই দুই নারী প্রাণ হারান। এ সময় আহত হন আরো ছয়জন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদ জানান, দুপুরে মৎস্য ঘের থেকে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতে সাজু ঘটনাস্থলে মারা যান। এ সময় আরো দুইজন আহত হন । এদিকে সদর উপজেলা চৌবাড়িয়া গ্রামের আবুল খায়ের মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে মারা যান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১