বাংলাদেশের খবর

আপডেট : ২৫ June ২০১৮

ঘুম নিয়ে ফিরোজা রঙের জাদু

সায়ন রঙের মাত্রা কমালে একটা লেভেলে এসে সংক্রিয়ভাবেই চোখে ঘুম নেমে আসবে ছবি : ইন্টারনেট


প্রগাঢ় সবুজ আর গাঢ় নীল রঙের মাঝামাঝি রঙটি বাংলায় মোটাদাগে ফিরোজা হিসেবেই পরিচিত। আর ইংরেজিতে এই রঙকে বলা হয় সায়ন। ফিরোজা প্রকৃতির মৌলিক রঙ না হলেও একক রঙ হিসেবে এর ব্যবহার অনেক বেশি। পোশাক, বাড়ির দেওয়াল বা দরজা-জানালার পর্দার রঙ হিসেবেও এই রঙ অনেক বেশি জনপ্রিয়।

তবে গবেষকরা এই রঙ সম্পর্কে সমপ্রতি অবাক করার মতো তথ্য দিয়েছেন। তারা বলছেন, এই রঙটি একই সঙ্গে মানুষের চোখে ঘুম নামাতে পারে আবার ঘুম তাড়াতেও পারে।

সমপ্রতি ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান গবেষকরা দেখতে পেয়েছেন উচ্চমাত্রার সায়ন বা ফিরোজা রঙ তন্দ্রাচ্ছন্ন মানুষের ঘুমঘুম ভাব একেবারে বিদায় দিয়ে জেগে থাকতে সহায়তা করে। আর সায়ন রঙের মাত্রা কমালে একটা লেভেলে এসে সংক্রিয়ভাবেই চোখে ঘুম নেমে আসবে।

তবে রঙের মাত্রা যদি চোখে না পড়ার মতো কম হয় তবে, সেই রঙে এই প্রভাব সেভাবে পড়বে না।

ঘুম বিজ্ঞানীরা এর আগেরই নীল রঙে যে ঘুমের ব্যাঘাত ঘটে সে বিষয়ে জানিয়ে ছিলেন। তবে এবারই স্পষ্ট করে জানা গেল, রঙের কোন মাত্রার কারণে আমাদের নিদ্রা টুটে যায়। একই সঙ্গে এটাও জানা গেল কোন মাত্রার রঙের কারণে ঘুম নেমে আসে।

বিবিসি অনলাইনে প্রকাশিত এই বিষয়ক এক প্রতিবেদনে বলা হয়েছে, গবেষকরা ইতোমধ্যে সায়ন রঙের এই বিস্ময়কর চরিত্র উদ্ঘাটনের পরে কম্পিউটার ও স্মার্টফোনের ডিসল্পে নিয়ে গবেষণা শুরু করে দিয়েছেন। তাদেরে ইচ্ছে, এ সমস্ত ডিভাইসে কাজ করতে করতে মানুষের ঘুম পালানোর পরিবর্তে যেন ঘুম আসে। বিষয়টি অনেকটা কম্পিউটার বা স্মার্টফোনের নাইটমুডের মতো।

এ বিষয়ে গবেষক দলের প্রধান অধ্যাপক লুকাস ও আরেক গবেষক ড. আনেত্তি অ্যালেন বলেন, আমাদের এই আবিষ্কার ঘুম সহায়ক ডিভাইস তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে। সারারাত মোবাইল ফোনে কাটানো বাড়ির উঠতি তরুণদের ঘুম নিয়ে পরিবারের দুশ্চিন্তা কমাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১