বাংলাদেশের খবর

আপডেট : ২৫ June ২০১৮

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতের শব্দে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতের শব্দে এক যুবকের মৃত্যু প্রতীকী ছবি


ঠাকুরগাঁওয়ে বজ্রপাতের শব্দে আশরাফুল আলম (৩২) নামে এক যুবক মারা গেছে। গতকাল রোববার ভোরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আজিম উদ্দীনের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোরে বৃষ্টির সময় হঠাৎ আশপাশের কোথাও বজ্রপাত হয়। এ সময় আশরাফুল ইসলাম ও তার স্ত্রী ঘুমাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দে তার ঘুম ভেঙে যায় এবং চিৎকার দিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরেন। একপর্যায়ে অচেতন হয়ে পড়েন তিনি। স্ত্রী বাড়ির লোকজনকে ডাকলে তারা এসে দেখেন আশরাফুলের শরীর নিথর হয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে তারা স্থানীয় এক পল্লী চিকিৎসকে বাসায় নিয়ে আসেন। তিনি হূদকম্পন পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

দুওসুও ইউনিয়নের ইউপি সদস্য রাশেদুজ্জামান চৌধুরী জানান, বিকট শব্দের কারণেই তার মৃত্যু হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম বজ্রপাতের বিকট শব্দে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১