বাংলাদেশের খবর

আপডেট : ২৪ June ২০১৮

ভোটাররা যাকে খুশি তাকে ভোট দেবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সংরক্ষিত ছবি


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, গাজীপুর সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয় সে বিষয়ে নির্বাচন কমিশনকেই ভূমিকা রাখতে হবে। নির্বাচনে ভোটাররা যাকে খুশি তাকে ভোট দেবে। এতে সরকারের কোনো পরামর্শ নেই।

রোববার দুপুরে গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সেইসাথে জাতীয় নির্বাচনে বরাবরের মতোই আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, যে প্রার্থীকে ভোটাররা পছন্দ করবে, যে প্রার্থী তাদের উন্নয়নের ধারা রক্ষা করতে পারবে তাকেই ভোট দেবে ভোটাররা। এখানে আমাদের মেসেজ দেয়ার কিছুই নেই। আমাদের মেসেজ হল একটি শান্তিপূর্ণ, অবাধ-সুষ্ঠু নির্বাচন এটাই আমদের আশা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নুরুল আলম ও একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট সাইফুদ্দিন মোহাম্মদ খালেদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১