বাংলাদেশের খবর

আপডেট : ২৪ June ২০১৮

নির্বাচন নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিএনপি : জাহাঙ্গীর

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক পথসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম সংগৃহীত ছবি


আমাকে ভোট দিলে আমি আপনাদের পরিচ্ছন্ন পরিকল্পিত আধুনিক নগরী উপহার দেবো বলেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। এসময় তিনি বলেন ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার জন্য নির্বাচন নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিএনপি।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক পথসভায় দেওয়া বক্তৃতায় এই প্রতিশ্রুতি দেন তিনি। শেষ দিনের প্রচারণায় উচ্ছসিত কর্মী সমর্থকরা দলীয় প্রতীক নৌকার পক্ষে মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন।

পথসভায় জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে জাহাঙ্গীর আলম বলেন, যেখানে গেছি, নারী-পুরুষনির্বিশেষে সবার স্বতঃস্ফূর্ত মনোভাব দেখেছি। বিগত দিনে গাজীপুর উন্নয়নবঞ্চিত হয়েছে। গাজীপুরের মানুষ আর অনুন্নয়নের পথে থাকতে চান না। তারা নৌকার পক্ষে জোয়ার সৃষ্টি করেছেন। নির্বাচনে নৌকার পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। গাজীপুরের মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবেন।

গাজীপুরকে অত্যাধুনিক শহরে রুপান্তর করার পত্যয় ব্যক্ত করে জাহাঙ্গীর বলেন, চীন ও জাপানের সহায়তায় একটি মাস্টার প্লান করে গাজীপুর নগরীকে অত্যাধুনিক শহরে পরিণত করবো।

এসময় পথসভায় জাহাঙ্গীর আলমের সঙ্গে ছিলেন খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১