আপডেট : ২৪ June ২০১৮
সার্বিয়া-সুইজারল্যান্ডের ম্যাচে গোল করার পর ঈগলের ভঙ্গিতে গোল উৎযাপন করায় সুইজারল্যান্ডের দুই খেলোয়াড়ের বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু। এই দুই ফুটবলার হলেন গ্রানিট জাকা এবং জেরডান শাকিরি । গোল করার পর দুই হাতের তালু দিয়ে উড়ন্ত ঈগলের ভঙ্গি করেন। সঙ্গে সঙ্গে মাঠে থাকা সার্বিয়ার ভক্তরা দুয়োধ্বনি করতে থাকে। আলবেনিয়ার পতাকার দুইদিকে ঈগলের ছবি রয়েছে। জানাযায়, সুইজারল্যান্ডের এই দুই খেলোয়ার কসোভোর আলবেনিয়া জাতিগোষ্ঠীর। আলবেনিয়ার জনগোষ্ঠীর ওপর সার্বিয়ার দমন পীড়ন চলে দীর্ঘদিন। ১৯৯৯ সালে নেটোর সামরিক মধ্যস্থতায় তা শেষ হয়। এদিকে এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, গ্রানিট জাকা এবং জেরডান শাকিরির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে শৃঙ্খলা কমিটি। সেই সাথে সার্বিয়ার দর্শকদের রাজনৈতিক আক্রমণাত্মক বাক্য ব্যবহারের ব্যাপারেও খতিয়ে দেখছে তারা। ম্যাচের পর সুইজারল্যান্ড ফুটবল টিমের ম্যানেজার ভ্লাদিমির পেটকোভিচ কে ঐ দুই খেলোয়াড়ের গোল উৎযাপন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ফুটবল এবং রাজনীতি এক সঙ্গে মিশিয়ে ফেলা ঠিক নয়। সমর্থকদের উচিৎ ফুটবলকে শ্রদ্ধা করা। এদিকে শাকিরির বুটে কসোভোর পতাকা আঁকা সম্পর্কিত এক প্রশ্নের জওয়াবে তিনি বলেন, এটা আবেগের বহি:প্রকাশ ছাড়া কিছু না। আমার মনে হয় এখন এটা নিয়ে কথা বলার দরকার নেই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১