আপডেট : ২৩ June ২০১৮
বিশ্বসেরা ফুটবলাররা যখন মাঠে ফুটবল খেলবেন, তখন স্টেডিয়ামে দর্শক সারিতে নজর থাকবে তাদের দিকেই। সেই সব ওয়াইভস অ্যান্ড গার্লফেন্ডস-এর কথা রইল এই প্রতিবেদনে। দেখে নিন তারা কারা, আর কোন ফুটবলারদের সঙ্গেই বা তাদের প্রেম- ক্রিশ্চিয়ানো রোনালদো-জর্জিনা রড্রিগেজ রাশিয়ান মডেল ইরিনা শাইকের সঙ্গে বিচ্ছেদ নিয়ে কম জল ঘোলা হয়নি। অন্য নারীর সঙ্গে রোনালদোর সম্পর্ক আছে জানতে পেরেই ছেড়ে গিয়েছিলেন ইরিনা। কিন্তু বেশিদিন একা থাকতে পারেনিন রিয়াল মাদ্রিদ স্টার। জর্জিনার সঙ্গে ডেট করছেন ২০১৬ থেকে। তখন তার বয়স ছিল মাত্র ২২। মডেলিং করার আগে লন্ডনে নাচ শিখতেন জর্জিনা। কিছুদিন আগেই মেয়ে হয়েছে তাদের। নাম আলানা মাটির্না। শাকিরা-জেরার্ড পিক শাকিরার পরিচয় দেওয়ার পরিচয় আছে কি? 'ওয়াকা ওয়াকা' তো এখনো কানে বাজে। অন্য গানগুলো তো রয়েইছে। ৪১ বছরের গায়িকা ২০১১ থেকে রয়েছেন বাসের্লোনার সেন্টার ব্যাক পজিশন খেলোয়াড় জেরার্ড-এর সঙ্গে। যার বয়স ৩১। ভরপুর প্রেম তাদের। তাই খেলার মাঠে কখনো পৌঁছে যান শকিরা, আবার কনসার্ট দেখতে কখনো হাজির থাকেন জেরার্ড। তাদের দুই সন্তানও রয়েছে। মিলান পিক মেবারক আর শাশা পিক মেবারক। আমিন গালস-মেসাট ওজিল 'মিস টার্কি' হয়েছিলেন ২০১৪ সালে। সে বছরই মিস ওয়ার্ল্ড-এর খেতাবও জেতেন। আমিনের ইনস্টাগ্রাম পেজ দেখলেই আমিন-ওজিলের লাভ স্টোরির প্রায় পুরোটাই জানা হয়ে যাবে। জার্মানির এই প্লেয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। টার্কিতে উড়েও গিয়েছেন প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য। দু'জনেই ব্যস্ত নিজের নিজের কাজ নিয়ে। কিন্তু সময় পেলেই একে-অপরকে সময় দেন। আমিনের বয়স ২৪ আর ওজিলের ২৯। পিলার রুবিও-সার্জিও রামোজ পিলার টিভি প্রেজেন্টার, অভিনেত্রী। তার ফ্যানেরও অভাব নেই। বলা বাহুল্য অন্যজন ফুটবলার। রিয়েল মাদ্রিদের। তাদের প্রেমটা বেশ পুরনো। কিন্তু জমজমাট। সেই ২০১২ থেকে শুরু। তবে এখনো এতটুকু ভাটা পড়েনি তাদের প্রেমে। বরং তা তরতর করে বেড়েই চলেছে। মাস তিনেক আগেই পিলার মা হয়েছেন তৃতীয়বারের জন্য। রামোজ-এর থেকে তিনি প্রায় আট বছরের বড়। পিলারের বয়স ৪০। আর রামোজের বয়স ৩২। আদিল রামি-পামেলা অ্যান্ডারসন পামেলা অ্যান্ডারসনের নতুন করে পরিচয় দেওয়া নিষ্প্রয়োজন। পঞ্চাশেও তার আবেদন বা লাস্যে ভাটা পড়েনি একটুও। চাঙ্গা তার 'লাভ লাইফ'ও। এবারের বিশ্বকাপে তার নতুন প্রেমিক আদিল রামি প্রথমবার খেলতে চলেছেন। ফরাসি এই ডিফেন্ডারের বয়স মাত্র ৩২। আর প্যামের বয়স ৫০। তবুও তার প্রতি অকর্ষণ এতটুকু কমেনি মানুষের। আর কে না জানে, বয়স শুধুমাত্র একটা সংখ্যা ছাড়া কিছুই নয়। তাই এই ১৮ বছরের ব্যবধানের প্রেমে অশ্চর্য হওয়ার মতো কিছুই নেই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১