আপডেট : ২৩ June ২০১৮
আগামী নির্বাচনকে সামনে রেখে ত্যাগের মনোভাব নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, মনোনয়ন দেয়ার ক্ষেত্রে জনপ্রিয়তা ও তৃণমূলকে মূল্যায়নের বিষয়টি বিবেচনায় নেয়া হবে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে গণভবনে বিশেষ বর্ধিত সভায় এ কথা বলেন শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, ‘একটা জিনিস আমি লক্ষ্য করছি সেটা হলো কেউ কেউ স্বপ্রণোদিত হয়ে প্রার্থী হয় গেছেন। প্রার্থী হয়ে তারা বক্তব্য দিচ্ছে, কিন্তু বিএনপি যে লুটপাট সন্ত্রাস করে সেটা তারা বলে না।’ নির্বাচনকালীন প্রার্থী নির্বাচন সম্পর্কে শেখ হাসিনা বলেন, যাকে প্রার্থী করা হবে তার পক্ষেই কাজ করতে হবে। প্রার্থী পছন্দ হোক আর না হোক নৌকার পক্ষে কাজ করতে হবে। নির্বাচনে জনগণ ভোট দেবে। জনগণের ভোটের অধিকার নিয়ে যেন ছিনিমিনি খেলা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
শেখ হাসিনা বলেন, বাঙালি যা কিছু অর্জন করেছে তা আওয়ামী লীগের সময়ই করেছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠাই হয়েছিল বাঙালি জাতির মুক্তির জন্য।
মাদক বিরোধী অভিজান সম্পর্কে শেখ হাসিনা বলেন, সন্ত্রাস জঙ্গিবাদের মতো দেশে মাদকেরও স্থান হবে না। মাদকবিরোধী চলমান অভিযান অব্যাহত থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১