আপডেট : ২৩ June ২০১৮
জিয়াউল ফারুক অপূর্ব। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা। এবারের ঈদে একাধিক নাটক প্রচারিত হয়েছে তার। নাটক ও বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন রুহুল আমিন ভূইয়া ব্রাজিল মনে ঢুকে গেছে জিয়াউল ফারুক অপূর্ব। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা। এবারের ঈদে একাধিক নাটক প্রচারিত হয়েছে তার। নাটক ও বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন রুহুল আমিন ভুঁইয়া ঈদ কেমন কাটালেন? খুব ভালো। পরিবারের সঙ্গে ঈদ কাটিয়েছি। বন্ধুদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি। ঈদের দিন বাসায় অনেক মেহমান ছিল। সবাই মিলে আনন্দ করে ঈদ কাটিয়েছি। ঈদের কাজগুলো সম্পর্কে বলুন— রেসপন্স ভালো পাচ্ছি। ঈদের কাজগুলো আমি একটু ভিন্ন ধরনের করতে চাই। মজার ব্যাপার হলো, এবারের ঈদে কয়টা কাজ করেছি তা আমি গুণে দেখিনি। আমি বরাবরই সংখ্যার চাইতে অভিনয়ের দিকে মনোযোগ দিয়ে থাকি। দর্শকদের ভালো কাজ উপহার দেওয়াই আমার লক্ষ্য থাকে। ‘জলসাঘর’ থেকে কেমন সাড়া পেলেন? দর্শকের কাছে এবারের ঈদের একটা আকর্ষণ ছিল এ টেলিফিল্মটি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’ এবার ছোটপর্দায় ‘জলসাঘর’ হয়ে প্রচার হয়েছে। নাটকটি দর্শক খুব ভালোভাবেই গ্রহণ করেছে। তার কারণ হিসেবে আমি বলব, নাটকটির গল্প ছিল সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে। আপনি কোন দলের সমর্থক? ব্রাজিল। ব্রাজিলের খেলা দেখতে ভালো লাগে। আমি যখন খেলা দেখা শুরু করেছিলাম তখন অনেক তারকা খেলোয়াড় ছিল। ওই সময় ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল। সব মিলিয়ে ব্রাজিল মনে ঢুকে গেছে। তারপর থেকেই তাদের ফ্যান আমি। নেইমার ছাড়া অন্য কোন খেলোয়াড়কে পছন্দ করেন? মেসির খেলা আমার ভালো লাগে। ব্রাজিল দলের খেলা ছাড়াও আমি আর্জেটিনার খেলা দেখি। তবে সব থেকে বেশি উপভোগ করি ব্রাজিলের খেলা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১