বাংলাদেশের খবর

আপডেট : ২২ June ২০১৮

ক্ষমতা চিরস্থায়ী করতে একতরফা নির্বাচন চায় সরকার : মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ সংরক্ষিত ছবি


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা চিরস্থায়ী করতে চায় সরকারি দল। আর সেজন্যই তারা সংলাপে আগ্রহী নয়।

আজ শুক্রবার রাজধানীতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নির্বাচনকালীন সরকারে বিএনপি থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে মওদুদ বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে ক্ষমতাসীনরা অযাচিত কথা বলছে। সময় হলেই তা দেখেবে জনগন।

তিনি বলেন, আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থেই গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়, যদি সত্যিকার অর্থে সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠান করতে চায়, তাহলে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। খালেদা জিয়ার মুক্তি হলো সুষ্ঠু নির্বাচনের অন্যতম শর্ত। নির্বাচনের ৯০ দিন আগে সংসদ ভেঙে দেওয়ার দাবি জানিয়ে মওদুদ বলেন, সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করাটা একটা নিরর্থক প্রচেষ্টা এবং এভাবে গণতন্ত্র ফিরিয়ে আনা অসম্ভব।

নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়ে মওদুদ আহমেদ বলেন, নির্বাচনে সেনা মোতায়েন করতে হবে। সেনা মোতায়েন নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। কিন্তু সরকার ও নির্বাচন কমিশন এত দিন বলে এসেছেন কোনো সেনা মোতায়েন করা যাবে না। এখন কোন ষড়যন্ত্রের অংশ হিসেবে বলছেন, সেনা মোতায়েনের কথা বলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১